Main Menu

ওমানে করোনায় রাজনগরের আনহার’র মৃত্যু

প্রবাস ডেস্ক: ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনহার উদ্দিন ওরফে আনখাই মিয়া (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বেরকুরি গ্রামে। বুধবার (৩ জুন) দুপুরে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত আনহার দীর্ঘ দিন যাবত ওমানের রাজধানী মাস্কাট আল-রুই অঞ্চলে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার পশ্চিম বেরকুরি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আনহার উদ্দিন ওরফে আনখাই মিয়া (৩৮) দীর্ঘ এক যুগ ধরে ওমানি বসবাস করছেন। গত দুই বছর আগে বাংলাদেশে ছুটি কাটিয়ে গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

গত চার দিন পূর্বে নিহত ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে নিকটস্থ রুই নিউ পানজা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়েছিলেন।

হঠাৎ মঙ্গলবার বুকের ব্যাথা ও জ্বর বেড়ে যাওয়ার সাথে সাথে ভর্তি করা হয় রুই এ্যাপোলো হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) দুপুর ১২টায় মারা যান তিনি।

মৃতের লাশ দেশে আনা হবে না সেখানেই দাফন করা হবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে আনখাই মিয়ার মা বাবা ও স্ত্রী সন্তানেরা কান্নায় ভেঙে পড়েন। মূর্ছা যান বারবার।

একই সূত্রে জানা গেছে, আনখাই মিয়া যে রুমে বসবাস করছিলেন ওই রুমে এর আগেও এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Share





Related News

Comments are Closed