বাবরী মসজিদ রক্ষায় সিলেটে হেফাজতের বিক্ষোভ
প্রকাশিতকাল: ৪:৪১:৫৭, অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৯, সংবাদটি পড়েছেন ১২৪ জন
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতের সুপ্রিম কোর্টের অবৈধ রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে হেফাজতে ইসলাম সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুমআ নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হেফাজতে ইসলাম নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন- বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ে উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বিপন্ন করার সুযোগ তৈরী করা দেওয়া হয়েছে। মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের নতুন করে দাঙ্গা সৃষ্টির রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বহি:প্রকাশ ঘটেছে। পাঁচশত বৎসরের ঐতিহ্যবাহী বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশে^র প্রতিটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে।
বক্তারা ক্ষোভের সাথে বলেন, ৫’শ বছরের পুরনো ইতিহাসকে মোদী সরকার কলঙ্কিত করছে। বিশ^ মুসলিমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতে সাম্প্রদায়িক সরকার প্রধান নরেন্দ্র মোদী হিন্দুবাদী রাষ্ট্র কায়েমের হীন উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের যে রায় ঘোষণা দেওয়া হয়েছে তা বিশ^বাসী ঘৃণাভরে প্রত্যাখান করেছে। অবিলম্বে সুপ্রিম কোর্টের অবৈধ রায় বাতিল করতে হবে। অন্যথায় আল্লামা আহমদ শফির নেতৃত্বে অযোধ্যার অভিমুখে লংমার্চ করা হবে। বিশে^র সকল মুসলিমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাবরী মসজিদ রক্ষা করবে- ইনশাআল্লাহ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আতাউর রহমান, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, মুফতি রশিদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম।
মাওলানা আতিকুর রহমান নগরীর তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা নাজির উদ্দিন, গাজী মাওলানা রহমত উল্লাহ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আখতারুজ্জামান, মুফতি মুতিউর রহমান, মাওলানা সদরুল আমিন, মাওলানা কবির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, সাব্বির আহমদ রাজি, হাফিজ সাহিদ হাতিমী, আবুল খয়ের প্রমুখ।
Related News

সিলেটে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে সিলেটে বিএনপিRead More

সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগীয় জার্নালিস্ট ফোরাম এর সাথে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির একRead More
Comments are Closed