নেত্রকোনায় ভিজিএফ-র চাল নিয়ে চালবাজি
প্রকাশিতকাল: ৪:৪৫:০২, অপরাহ্ন ১০ আগস্ট ২০১৯, সংবাদটি পড়েছেন ৯০ জন
মো.কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় হত দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-র চাল আত্মসাত করছে একটি সিন্ডিকেট চক্র। গরীব মানুষদের ফাঁকি দিয়ে ডিলারসহ একটি কুচক্রীমহল ভিজিএফ-র চাল চড়া দামে বিক্রি করে দিচ্ছে অন্যত্র, এতে সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাধীন গরীব মানুষগুলো যেমন হারাচ্ছে ন্যায্য অধিকার তেমনি অন্যদিকে সরকারের এই কার্য্যক্রমটি নিয়ে জনসাধারণের মনে দেখা দিয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি।
ভিজিএফ-র চাল বিতরণে সুষ্ঠু ও শৃংখলা ফিরিয়ে আনতে হলে সরকারের আরো কঠোর নজরদারি রাখতে হবে বলে জানান জেলার সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন এই প্রতিবেদককে জানান, জেলার পূর্বধলা উপজেলার বিশকাকনী ইউনিয়নের গাইলাড়া গ্রামের সরকারি চাল এর ডিলার হারুণ মিয়া। তিনি তার ডিলার পয়েন্ট থেকে গরীব মানুষকে চাল না দিয়ে একই এলাকার উজ্জ্বল মিয়ার কাছে গোপনে সেই চাল বিক্রি করে দেন। উজ্জ্বল মিয়া পরবর্তীতে স্থানীয় মেম্বার মোহাম্মদ কুদ্দুছ আলীর দোকানে চাল এনে সংরক্ষণ করে রাখে। সংরক্ষিত জায়গায় সরকারি চটের মোড়কটি খোলে প্লাষ্টিক জাতীয় সারের মোড়ক দিয়ে নতুন করে ভিজিএফ চাল আবার প্যাকিং করে। আর এভাবেই প্যাকিং করে চাল বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন উজ্জ্বল মিয়া।
এ বিষয়ে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন জানান, ডিলার হারুণ মিয়া তার বাসায় ভিজিএফ-র চাল লুকিয়ে রেখেছে এ রকম একটি সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার পুলিশের ফোর্সসহ আমি ডিলারের বাসায় যাই। সেখানে কোনো ধরনের ভিজিএফ-র চাল পাওয়া যায়নি। তবে আমি আসার পূর্বেই ডিলার হারুণ মটরবাইকে বাসা থেকে চলে যায় বলে জানায় তার স্বজনরা।
Related News

নেত্রকোনায় প্রতিবন্ধী দিবস পালিত
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা শহরে “অভিগম্য আগামীর পথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮তম আর্ন্তজাতিকRead More

নেত্রকোনায় অবৈধ লাকড়ী মিল, প্রতিকার দাবি
নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোনা পৌর শহরের পাটপট্রি নিখিলনাথ রোডে ফায়ার সার্ভিস অফিসের পাশে দীর্ঘদিন ধরেRead More
Comments are Closed