ঈদের আগেই পৃথিবীতে আঘাত হানবে উল্কাপিণ্ড
প্রকাশিতকাল: ৬:৩০:০৪, অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯, সংবাদটি পড়েছেন ১০১ জন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রকাণ্ড এক উল্কাপিণ্ড। 2006 QQ23 নামের তীব্রগতির ওই উল্কাপিণ্ডটি ১০ আগস্ট, ঘণ্টায় ১৬ হাজার ৭৪০ কিলোমিটার বেগে পৃথিবীতে আছড়ে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বর্তমানে পৃথিবী থেকে ৭ দশমিক ৪ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এটি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এবারের উল্কাটি পৃথিবীকে হালকা ধাক্কা দিতে পারে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন’র খবরে বলা হয়েছে, প্রতি বছরই ৬টি করে ছোটবড় উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে। তবে ১০ আগস্ট আঘাত হানা উল্কাটি মানবজাতির বড় কোনও ক্ষতি করতে পারবে না।
গেল ১ আগস্ট পৃথিবীর খুব কাছ দিয়ে একটি বিশাল উল্কাখণ্ড চলে যায়। নাসা জানায়, অল্পের জন্য ‘২০১৯ অন’ নামের ওই ১৮১ বর্গ ফুটের উল্কাপিণ্ডটির পৃথিবীর সঙ্গে সংঘর্ষ বাঁধেনি।
মধ্যাকর্ষণ শক্তির কারণে বার বার পৃথিবীর দিকে ধেয়ে আসে উল্কা। তবে কোনোবারই সেগুলো মানবজাতির ধ্বংসের কারণ হয়নি। কিন্তু এভাবে পৃথিবী নামের গ্রহটি উল্কার আঘাত থেকে কতদিন নিরাপদে থাকবে তা বলা কঠিন বলে মনে করেন বিজ্ঞানীরা।
Related News

৮টি উপায়ে স্মাট ফোনকে করুন দ্রুতগতি
প্রযুক্তি ডেস্ক: ব্যবহার করতে করতে আপনার ফোন অত্যন্ত স্লো হয়ে গেছে। কাজ করতে অনেক অসুবিধাRead More

ফের অচল ফেসবুক-ইনস্টাগ্রাম
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম হঠাৎ অচল হয়েRead More
Comments are Closed