Main Menu

মিথ্যা সংবাদে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রীর অফিস

বৈশাখী নিউজ ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজপোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে বলে পর্যবেক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৃহস্পতিবার (২ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এসব সংবাদের কোনো ভিত্তি নেই।

এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

0Shares

Related News

Comments are Closed