মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী প্রশান্ত দাশ ও আওয়ামী লীগ কর্মী মিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১৪ মে) রাতে শহরতলীর সুইসগেট (মনু ব্রিজ) এলাকা থেকে প্রশান্তকে আটক করা হয়।
এদিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী চেরাগ মিয়ার ছেলে মিন্টু মিয়াকে আটক করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা রুহুল আমীন বলেন, শীর্ষ সন্ত্রাসী প্রশান্ত গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দা দিয়ে শিক্ষার্থীদের আঘাত করেন। এ ঘটনার ভিডিও চিত্র রয়েছে। এছাড়া মিন্টু মিয়া ছাত্র-জনতার ওপর হামলা করেছিলেন, সেটিরও ভিডিও চিত্র রয়েছে।
আটক প্রশান্ত ছাত্রলীগ ও মিন্টু আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাদের বিরুদ্ধে স্থানীয় লোকজনের ওপর বিভিন্ন সময় হামলার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
Related News

বড়লেখায় শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ায় চুরি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরেRead More

বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীRead More
Comments are Closed