Main Menu

সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় ১জনের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার দুদিন পর বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে সুরমা ইউনিয়নের ভোজনা গ্রামের উদনার চরে (আমন কিত্তা) জোছনা বেগমের (৩০) মরদেহ ভেসে ওঠে।

নিহত জোছনা দোয়ারাবাজার থানার পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।

তবে জোছনার দেড় বছরের সন্তান হাবিবা আক্তার ও পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর মেয়ে গোলজান বেগমের (৭০) সন্ধান এখনো মেলেনি।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মনির উদ্দিন বলেন, বিষয়টি দোয়ারাবাজার থানাকে অবগত করেছি। তবে জোছনা বেগমের মেয়ে হাবিবা ও গোলজান বেগমের সন্ধান পাওয়া যায়নি।

দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, মরদেহ ভেসে ওঠার খবর পেয়েছি।

এর আগে গত মঙ্গলবার (২ জুলাই) সকালে সুনামগঞ্জের দোয়রাবাজারে আজমপুর আশ্রয়কেন্দ্র এলাকা থেকে ছোট নৌকা দিয়ে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার সদরে যাচ্ছিলেন মাঝিসহ সাতজন। এসময় ছোট নৌকাটি নদীর মাঝে গেলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়।

Share





Related News

Comments are Closed