Main Menu

দেশের ১২ অঞ্চলে তীব্র ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে তীব্র ঝড়বৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সোমবার (৩ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed