ধুমধামে বিয়ে হলো ৩ ফুট উচ্চতার বরের সঙ্গে আড়াই ফুটের কনের

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় অনাড়ম্বর আয়োজনে ৩ ফুট উচ্চতার যুবকের সঙ্গে আড়াই ফুট উচ্চতার তরুণীর বিয়ে দিয়েছে দুই পরিবার।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন উলচাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে মো. ফরহাদ মিয়ার সঙ্গ বিয়ে হয় পূর্ব তালশহর ইউনিয়ন পুথাই গ্রামের আলী আকবর এর মেয়ে মোছা. আরিফা আক্তারের। দুজনেরই শারীরিক উচ্চতা অস্বাভাবিক।
বরের মামা জুয়েল মিয়া বলেন, ফরহাদের বয়স ২৭ বছর। কিন্তু তার উচ্চতা মাত্র তিন ফুট। বিয়ের বয়স হওয়ার পর থেকে কনে খুঁজছিলাম। দীর্ঘদিন কনে খুঁজে না পেয়ে, অবশেষে আশুগঞ্জ পুতায় গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। মেয়েটির উচ্চতা আড়াই ফুট। আমরা দুই পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ের আয়োজন করি। বিয়েতে ৪০ বরযাত্রী গিয়েছি। দেড় লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।
বর মো. ফরহাদ বলেন, দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।
Related News

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩Read More

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাজাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ একজনকে আটকRead More
Comments are Closed