কুলাউড়ায় ইউটিউব দেখে ডাহুক পাখি শিকার, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ইউটিউবে পাখি শিকারের কৌশল দেখে ১০টি ডাহুক পাখি শিকার করেন দুই তরুণ। এ ঘটনায় আসাবুদ্দিন (২০) ও ওয়ারিছ আলী (১৭) নামে দুজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ মে) উপজেলার কর্মধা ইউনিয়নের ফানাই নদী এলাকা থেকে ওই দুই তরুণকে স্থানীয় বনবিট কর্মকর্তাদের মাধ্যমে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউটিউবে পাখি শিকারের কৌশল দেখে শনিবার সকালে ডাহুক পাখি শিকারের জন্য স্থানীয় ফানাই নদীতে ফাঁদ পাতে দুজন। কৌশল অবলম্বন করে তারা একে একে ১০টি ডাহুক পাখি ধরে ফেলে। পরে শিকার করা পাখিগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় বন বিভাগের নলডরী বিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান দুই তরুণ আসাবুদ্দিন ও ওয়ারিছকে আটক করেন।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানকে অবগত করেন।
খবর পেয়ে মো. মেহেদী হাসান নলডরী বিট কার্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং বয়স বিবেচনায় ওয়ারিছ আলীকে জরিমানা না করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মতিনের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
পাখি শিকারি দুই তরুণ আসাবুদ্দিন ও ওয়ারিছ জানান, পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ—সেটা তারা জানতেন না। ইউটিউব থেকে মোবাইল ফোনে ডাহুক পাখি শিকার দেখে অনুপ্রাণিত হয়ে শিকার করেছিলেন।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বন্য প্রাণী আইনে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওয়ারিছ আলীকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
Related News

বড়লেখায় খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবারRead More

কমলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটার সময় উপর থেকে নিচে পড়ে এক দিনমজুর শ্রমিকেরRead More
Comments are Closed