Main Menu

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৫

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও দুজনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৩৬৮ নমুনা পরীক্ষায় আরও ৬৬৫ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া দুজনই ঢাকার বাইরের। একজন ষাটোর্ধ্ব এবং আরেকজনের বয়স ১১ থেকে ২০ এর মধ্যে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ২ লাখ ৪৪ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ২০ লাখ ৭৯ হাজার ৩৭২ জন, যা মোট রোগীর ৯৮ শতাংশ।

এছাড়া, ৫০ হাজার ৮৫৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৪ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৮ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed