Main Menu

সাবেক সাংসদ সিরাজুল ইসলাম আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল ইসলাম আর নেই।

শনিবার (৪ মার্চ) আমেরিকার সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এল্মহার্স্ট হাসপাতালে তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (৫ এপ্রিল) সকাল নয়টায় সিরাজুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম মুঠোফোনে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রমুখ।

0Shares

Related News

Comments are Closed