Main Menu

নেত্রকোনায় ছাত্রদলের মিছিল সমাবেশ

নেত্রকোনা জেলা প্রতিনিধি: বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় মিছিলটি জেলা বিএনপি’র কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট ভবনে এসে এক সমাবেশ করে।

সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর পরিচালনায় ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামসুল হুদা শামিম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফকরুল ইসলাম জুয়েল, নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক খোরশেদুল ইসলাম জুয়েল,নেত্রকোনা সদর থানা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রাজিব আহমেদ, শাফায়েতুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হাসান হিমেল, যুগ্ন-আহবায়ক প্রান্ত পাঠান,কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, নেত্রকোনা জেলা ছাত্রদল নেতা আলমগীর হোসাইন সুমন, রবিউল আলম রবি, রোকনুজ্জামান রোকন, সজল তালুকদার,মশিউর রহমান বাপ্পি, তোফাজ্জল ইসলাম টিপু, এনামুল হাসান রজন, আব্দুল্লাহ আল-মামুন বাবু, শামিম মিয়া, রকি মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামসুল হুদা শামিম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফকরুল ইসলাম জুয়েল, নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক খোরশেদুল ইসলাম জুয়েল, নেত্রকোনা সদর থানা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রাজিব আহমেদ, রবিউল আলম রবি।

বক্তারা বলেন, বুয়েটের মেধাবি ছাত্র আবরার সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্টানে ক্ষমতাসীন দলের নির্যাতন, অপহরন, হামলা, মামলা, সন্ত্রাস ও খুনের শিকার অসংখ্য শিক্ষার্থী। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা ক্ষমতাসীন সরকারের কাজ বলে আমরা মনে করি। বক্তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী ও খনীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টানÍমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

Share





Related News

Comments are Closed