ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
রোববার (৩০ জুন) সন্ধ্যায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১০৭ টাকা ৭৫ পয়সা।
এ ছাড়া লিটারপ্রতি পেট্রোলের বিদ্যমান দাম ১২৭ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা অপরিবর্তিত রয়েছে। নতুন দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় নতুন দাম নির্ধারণ করা হলো।
Related News
জামানত ছাড়াই প্রবাসীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ
বৈশাখী নিউজ ডেস্ক: জামানত ছাড়াই ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেনRead More
দাম বেড়েছে এলপি গ্যাসের, ১২ কেজি ১৪৫৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবরে ১২ কেজি এলপিজির দর ৩৫ টাকা বেড়ে ১৪৫৬ টাকা হয়েছে। আরRead More
Comments are Closed