দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি ও দ্রুত চাকরিচ্যুতি দরকার: মোমেন

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি।
তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার।
রোববার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন সরকারের সাবেক এই শীর্ষ কূটনৈতিক।
আব্দুল মোমেন মনে করেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে। অবশ্যই তাকে তড়িৎবেগে চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না।
তিনি আরও লিখেছেন, মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকরীটি। দুর্নীতিপরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু।
প্রসঙ্গত, সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে উঠে এসেছে সাবেক পুলিশপ্রধানের আকাশছোঁয়া সম্পত্তির তথ্য। বিপুল অর্থবিত্তের মালিক বনে যাওয়া পুলিশ কর্তাসহ সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরও বিপুল সম্পত্তির তথ্যও উঠে আসছে।
Related News

কর্মসূচি ঘোষণা করল যুবদল
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের পর এবার জাতীয়তাবাদী যুবদল কর্মসূচি ঘোষণাRead More

সিলেট বিভাগের ১৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনেRead More
Comments are Closed