ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে রুহুল আমিন (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন সাতা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রামের হাওরে ছেলে ইয়াছিনকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক রুহুল আমিন। পরে ঘাস কাটা অবস্থায় হঠাৎ করে নৌকা থেকে বন্যার পানির স্রোতে পড়ে ডুবে যান ওই কৃষক। এসময় তাঁর ছেলে ইয়াছিনের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাজুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘রুহুল আমিন শারীরিকভাবে অসুস্থ থাকায় পানি থেকে উঠতে পারেননি। কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Related News

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রসহ আহত ২০
সুনামগঞ্জ প্রতিনিধি: পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রসহ উভয় পক্ষেরRead More

দিরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বাড়ির সামনে খড় সংগ্রহ করার সময় সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আবু আইয়ূব (২০)Read More
Comments are Closed