Main Menu

সিলেটে বন্যা, বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দিতে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রকে বন্যা থেকে রক্ষায় সেনাবাহিনীকে নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে এসে পৌছে গেছে। তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে।

বিষয় নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টায় সিটি করপোরেশনের ২৬, ২৮ ও ২৯ নং ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রেগুলোতে যান সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসয় বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রটি বন্যার ঝুকিতে রয়েছে দেখতে পেরে তাৎক্ষণিক সেনাবাহিনীর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে উপকেন্দ্রটি রক্ষায় সহযোগিতা চান। এরপর বিকাল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি দল এখানে এসে কাজ শুরু করে।

তবে, কেন্দ্রটিতে এখনো পানি ওঠেনি বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৩ এর নির্বাহী প্রকৌশলী ‍শ্যামল চন্দ্র ‍সরকার। তিনি জানান, কেন্দ্রটি এখনো নিরাপদ আছে।

কেন্দ্রটি সুরমা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত হওয়ার কারণে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়।

দক্ষিণ সুরমার বরইকান্দি উপ-কেন্দ্রটি সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৩ এর অধীনে। এই উপ-কেন্দ্র থেকে সিলেট রেলওয়ে স্টেশন, বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের বন্যায় এই উপকেন্দ্রটিতে পানি উঠে বেশ ক্ষতিগ্রস্থ হয়। এর কারণে বেশ কিছুদিন বিদ্যুৎহীন থাকতে হয়েছে কেন্দ্রটির আওতায় থাকা বিদ্যুতের গ্রাহকদের।

Share





Related News

Comments are Closed