Main Menu

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে ২ জন নিহতের পর কক্সবাজার সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন।

নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী খানখানাবাদ কুফিয়া ডোংরা এলাকার মৃত রমজান মিয়ার ছেলে দুলা মিয়া (৬০), একই উপজেলার বাহারছড়া ইলিশার মাহবুব আলমের স্ত্রী মাহমুদা (৪২), মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ (৬৫), নুরুল আলমের স্ত্রী খদিজা বেগম (৫৫) ও মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী সাইরা খাতুন (৬০)।

কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের কর্মকর্তা নেছার আহমেদ জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে চোখের চিকিৎসা নিতে তাদের হাসপাতালে ২৬ জন এসেছিলেন। নিহতরা তাদের মধ্যে ছিলেন বলে তারা জানতে পেরেছেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আহত ছয় নারী-পুরুষকে দুপুর ১টার পর পৃথক পৃথক সময়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক। তিনি জানান, হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে মালুমঘাট হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

Share





Related News

Comments are Closed