Main Menu

শাবিপ্রবির গ্রন্থাগারে আব্দুল আজিজ খান ফাউন্ডেশনের বই প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণের জন্য আব্দুল আজিজ খান ফাউন্ডেশন সিলেটের পক্ষে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলীর পাঠানপাড়া (খান বাড়ি)’র বিশিষ্ট কলামিস্ট ও গবেষক মুহাম্মদ মনজুর হোসেন খানের নেতৃত্বে তিনটি বই প্রদান করা হয়েছে।

বই গুলো হচ্ছে ১। নাসির হেলাল লেখিত নিষ্ঠাবান জনপ্রতিনিধি আব্দুল আজিজ খান, ২। নীলুফার খানম সম্পাদিত প্রদীপ হাতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ ও ৩। প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর সম্পাদিক আব্দুল আজিজ খান স্মারকগ্রন্থ।

শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থগারের প্রশাসক (লাইব্রেরী) প্রফেসর ড. মোঃ আজিজুল বাতেন এর কাছে বই গুলো প্রদান করা হয়।

গত ২২ এপ্রিল সোমবার বেলা ১১টায় বই গুলো প্রদানকালে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থগারের সহকারী লাইব্রেরিয়ান সেবিকা সুলতানা ও মরহুম আব্দুল আজিজ খানের সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাহের খান সাফি সহ শিক্ষকবৃন্দ।

প্রফেসর ড. মোঃ আজিজুল বাতেন বইগুলো গ্রহণ করে বলেন, প্রচারের অভাবে মরহুম আব্দুল আজিজ খান এর মত অনেকগুণী ব্যক্তির পরিচয় আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। গুণী ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশ করলে আগামী প্রজন্ম তাঁদেরকে জানতে পারবে এবং সমাজে গুণীব্যক্তি তৈরি হওয়ার পাশাপাশি সঠিক ইতিহাস সংরক্ষিত হবে। তিনি শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে বই প্রদান করায় আব্দুল আজিজ খান ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রাপ্তিস্বীকার পত্রে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ১। নাসির হেলাল লেখিত নিষ্ঠাবান জনপ্রতিনিধি আব্দুল আজিজ খান, ২। নীলুফার খানম সম্পাদিত প্রদীপ হাতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ ও ৩. ড. মোঃ হুমায়ুন কবীর সম্পাদিক আব্দুল আজিজ খান স্মারকগ্রন্থ সানন্দে গ্রহণ করা হলো। বইগুলো প্রেরণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে সমৃদ্ধ করার কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা আব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed