ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে তারাকান্দায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে হিমালয় পেট্রোল পাম্পের পাশে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী।
তিনি বলেন, তারাকান্দার কোদলধর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Related News

হাওরে উচ্চশব্দে গান বাজিয়ে মাতলামি, আটক ৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকা ভ্রমণে গিয়ে উচ্চশব্দে ডিজে গান বাজিয়ে নাচানাচি,Read More

এক রাতে ৩১ বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠাল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রাতেই নারী ও শিশুসহ ৩১ জন বাংলাদেশিকেRead More
Comments are Closed