Main Menu

মালয়েশিয়ায় ঈদ বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা।

মালয়েশিয়ার রাজাদের সম্মতি অনুসরণ করে ইয়াং ডি পারতুয়ান আগাংয়ের (রাজা) আদেশ মেনে শাসক পরিষদ একমত হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ ‘রুকিয়া’ এবং ‘হিসাব’র উপর ভিত্তি করে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টায় কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস, তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দিয়েছেন। যা দেশটির রেডিও ও টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হয়।

তিনি আরও বলেন, সারাদেশে ২৯টি স্থানে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের (হারি রায়া আদিলফিত্রী) তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা সূত্রে জানা যায়, ইয়াং ডি পারতুয়ান আগাংয়ের (রাজা) এবং প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সাথে একমত পোষণ করেছেন। তাই মালয়েশিয়ায় বুধবার পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

 

Share





Related News

Comments are Closed