Main Menu

পঞ্চগড়ে দিগন্ত মাঠ জুড়ে সবুজে দোল খাচ্ছে বোরো ধানের ক্ষেতগুলো

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের ৫টি উপজেলায় দিগন্ত মাঠ জুড়ে বইছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। সবুজ মাঠের বোরো ক্ষেত দেখে কৃষকদের মুখে আনন্দের হাসি পরিলক্ষিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেতগুলোতে যেন সবুজ রংয়ের দোল খাচ্ছে। সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিক চিক করছে। অনেক জায়গায় কৃষকরা তাদের ধান ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বালাভিড় গ্রামের কৃষক মোজাহারুল ও নবিরুল জানান, চলতি বোরো মৌসুমে সার ও তেল এর দাম বৃদ্ধি না পাওয়ায় বরং এ মৌসুমে ডিজেলের দাম কমায় কৃষকদের উৎপাদন খরচ আগের চেয়ে কম হবে তাই তারা খুবই খুশি। এখন পর্যন্ত ক্ষেতে রোগ বালাই অনেকটায় কম। তাই বালাই নাশকের ব্যবহারও অনেক কমে গেছে এমনটাই বললেন আরো অনেক কৃষক।

জেলা কৃষি অফিস সত্রে জানা যায়, এ বছর ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪০ হাজার ৮শত হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার কৃষকদের বীজতলা নিয়ে প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয়নি। ফলে ধান রোপণের উপর কোন প্রভাব পড়েনি এখানকার কৃষকদের। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

 

 

Share





Related News

Comments are Closed