Main Menu

হারিয়ে যাচ্ছে শিমুল গাছ

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হারিয়ে যাচ্ছে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী শিমুল গাছগুলো। সেই সাথে শিমুল গাছ না থাকায় চোখে পড়ে না এখন আর আগের মতো মনোমুগ্ধকর সেই শিমুল ফুলও। জেলা ঘুরে কোথাও তেমন শিমুল গাছ খোঁজে পাওয়া যায় না। আর এর ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মান ও স্বাস্থ্য সম্মত তুলা থেকে।

শিমুল গাছ বিলুপ্তির কারণ হিসেবে জানা যায়, ব্যাপকভাবে শিমুল গাছ নিধন, গাছ রোপণ না করা অন্যতম কারণ বলে এলাকার অভিজ্ঞমহল মনে করছেন।

বিশিষ্ট প্রবীণ রাজনৈতিক নেতা আব্দুর রউফ জানান, মাত্র ১০/১৫ বছর পুর্বেও জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাস্তার পাশে অসংখ্য শিমুল গাছ চোখে পড়তো। আর ফাল্গুন মাসে এ সব শিমুল গাছে গাছে শিমুল ফুলের সমারোহ জানান দিতো এসে গেছে বসন্ত কাল। রোপণকৃত এবং প্রাকৃতিক ভাবে গজিয়ে উঠা শিমুল তুলায় লেপ-তোষক, বালিশ ইত্যাদি তৈরী করা হতো। যা ব্যবহারে অত্যন্ত আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মতও বটে।

 

Share





Related News

Comments are Closed