যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটি বাবা-মেয়ে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিলেটি ব্যবসায়ী ও তার মেয়ে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে ওয়ারেন সিটির রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যবসায়ী সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) ও তার মেয়ে মমো জাহাঙ্গীর। তিনি নগরীর পৌরবিপণি মার্কেটের ‘কাঁচ ঘর’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এ ঘটনায় নিহতের ছেলে তামিম আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
‘কাঁচ ঘর’-এর ম্যানেজার অর্জুন ঢালি বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বছর তিনেক আগে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নাগরিকত্ব পেয়ে মিশিগানে বসবাস করছেন তিনি। এদিন একটি কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে বের হন জাহাঙ্গীর আলী সাজু। রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মারা যান। আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।
লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।
Related News

অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন ‘সিলেটি শামীমা’
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন সিলেটি বংশোদ্ভূত নারী শামীমা বেগম। দুই ব্রিটিশRead More

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ শনিবারRead More
Comments are Closed