Main Menu

পঞ্চগড়ে বীজআলু উৎপাদনের বিপুল সম্ভাবনা

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে বোদা উপজেলার বালাভীড়, কান্তমনি, মন্নাপাড়া, তাঁতীপাড়া, সরকারপাড়া, পুঠিমারি, মেনাগ্রাম ও রহমতপুর-ধনীপাড়া গ্রাম সমূহে প্রায় ২৯৯ হেক্টর জমিতে বীজআলু উৎপাদন হচ্ছে।

বীজ আলু উৎপাদনে ব্র্যাক পটেটো সীড ও স্কয়ার পটেটো সীড এর নিবিড় তত্ত¡াবধানে কৃষকদের স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানসম্মত বীজ আলু উৎপাদন করছে। কিছু কিছু কৃষক পূর্বে প্রশিক্ষণ পেয়ে নিজ উদ্যোগে বীজআলু উৎপাদন করছেন।

নভেম¦র হতে ফেব্রুয়ারী মাস বীজআলু উৎপাদনের সঠিক সময়। দেশের খাদ্য উৎপাদনে এই উদ্যোগটি বিশেষ সহায়ক হবে।

বালাভীড় গ্রামের কৃষক আনোয়ার হোসেন (৪৫)জানান, “বোদা উপজেলার বীজআলু উৎপাদন উপযোগী জমিগুলো দোফসলী হওয়ায় আমন ধান চাষ করার পর অনেক জমিই পতিত থাকে। জমি পতিত না রেখে স্বল্প সময়ে বীজ আলু উৎপাদন করলে কৃষক ও দেশ উভয় উপকৃত হবে। বিএডিসি কিছু কিছু এলাকায় আলুবীজ উৎপাদন করছে। আরো অধিক পতিত জমিতে আলু বীজ উৎপাদনে উদ্যোগী হলে এতে একর প্রতি গড়ে ২৪০ থেকে ৩০০ মন আলু উৎপাদন করা সম্ভব।’’

কান্তমনি ব্লকের কৃষক রথীন্দ্রনাথ বলেন,‘‘এই মৌসুমে অন্য কোন কাজ না থাকায় কৃষি শ্রমিকরা কর্মহীন হয়ে পরে, এই প্রকল্পে কাজ করতে পেরে শ্রমিকেরা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। যথাযথ কর্তৃপক্ষ সদয় পদক্ষেপ গ্রহণ করলে উপজেলার প্রায় ৬০০ হেক্টর জমি তিন ফসলী জমিতে উন্নীত করা যাবে।

 

 

 

Share





Related News

Comments are Closed