Main Menu

সিলেটে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার ১৪ বছর পর মামলার রায় দিলেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (জেলা ও দায়রা জজ) সিলেটের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- আনোয়ার হোসেন, মো. খোকন, ফয়সল মিয়া ও মো. আনাই। তাদের মধ্যে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। বাকি আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অভিযুক্ত ৪ আসামীর সবার বিরুদ্ধেই অপরাধ প্রমাণিত হয়েছে।

মামলার বিবরনে প্রকাশ, ২০০৯ সালের ৪ এপ্রিল ভিকটিম তার ছোট ভাইকে সাথে নিয়ে সিলেট ক্যান্টনমেন্টের ফায়ারিং প্রশিক্ষণ মাঠ সংলগ্ন ফরেস্টের বাশ বাগানের টিলায় গরু চরানোর জন্য যায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা আসামীরা একা পেয়ে দলবদ্ধভাবে শিশুটিকে ধর্ষণ করে।

ঐদিন ভিকটিমের ছোট ভাই গরু সহ বাড়ি ফিরলেও ভিকটিম বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন টিলার উপর একটি গর্তের মধ্যে মেয়েটির লাশ খুঁজে পান তারা। এরপর মেয়েটির বাবা আবুল কাশেম বাদী হয়ে বর্তমান শাহপরান থানায় (পূর্বের কোতোয়ালী থানা) মামলা দায়ের করেন।

পরবর্তীতে আদালতের নিকট আসামীদের দেয়া জবানবন্দি ও ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষের মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।

Share





Related News

Comments are Closed