Main Menu

শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের স্কলারশিপ, চলছে আবেদন

বৈশাখী নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ছাড়াই বৃত্তি দিচ্ছে। বাংলাদেশশহ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তি পেলে কমনওয়েলথভুক্ত দেশের নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে।

বৃত্তির নাম: কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ।

সুযোগ-সুবিধা:
১. পুরো টিউশন ফি পাবেন।
২. মাসিক ভাতা পাবেন।
৩. গবেষণা সহায়তা দেওয়া হবে।
৪. যাতায়াতের জন্য বিমানভাড়া।
৫. বসবাসের জন্য ভাতা।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র:
১. আবেদনকারীকে কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
২. বয়সসীমা নেই।
৩. সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং কোর্সের মানদণ্ড পূরণ।
৪. একাডেমিক কাগজপত্র।
৫. তিন ধরনের স্টেটমেন্ট
৬. ইংরেজি ভাষা দক্ষতার সনদ।
৭. আবেদনকারীর জীবনবৃত্তান্ত

আবেদনের সময়সীমা:

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করবেন যেভাবে:

নিচের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

https://www.acu.ac.uk/funding-opportunities/for-students/scholarships/queen-elizabeth-commonwealth-scholarships/

Share





Related News

Comments are Closed