সিলেটে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে ‘জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের’ শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) দলদলি চা-বাগান মাঠে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পলাশী মজুমদার (সিপিসিএম)। এছাড়া সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম (সিপিসিএম) ও পলাশী মজুমদার (সিপিসিএম)।
তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন।
‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
Related News

১৮ মার্চ সিলেট আসছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবলের তারকা হামজা চৌধুরীকে ঘিরে এখন সবার আগ্রহ। ১৮ মার্চ হামজার বাংলাদেশেRead More

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’
স্পোর্টস ডেস্ক: গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।Read More
Comments are Closed