গোলাপগঞ্জে মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক ও চোরাই গাড়ি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৭ এর একটি টিম।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ এলাকার ক্লাব টানিং পয়েন্ট থেকে এ চোরকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক মো. জামিল উদ্দিন (২৪) গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফুল সাইন্দ গ্রামের মুন্সি বুরহান উদ্দিনের ছেলে।
এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়- নিজস্ব সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে লক্ষণাবন্দ সাকিনস্থ ক্লাব টানিং পয়েন্টে অভিযান চালিয়ে জামিল উদ্দিনকে একটি চোরাই মোটরসাইকেলসহ (YAMAHA R15) আটক করা হয়। এসময় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনও তার কাছ থেকে জব্দ করে এপিবিএন।
জিজ্ঞাসাবাদে জামিল উদ্দিন জানায়, সে দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।Read More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেRead More
Comments are Closed