Main Menu

হরতাল ও অবরোধ সফলে সিলেটে বিএনপির মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা অবরোধ ও ৩০ বৃহস্পতিবারের হরতাল সমর্তনে মিফতাহ সিদ্দিকী’র নেতৃত্বে মিছিল করেছে সিলেট বিএনপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রিকাবিবাজারে শেষ হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটি সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে মিফতাহ্ সিদ্দিকী বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অবরোধ পালন করছে। ইসির ঘোষিত এই অবৈধ তফশিলও মানুষ প্রত্যাখ্যান করেছে। অচিরেই এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।

 

Share





Related News

Comments are Closed