সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় পুলিশের ৩ সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। দুর্ঘটনায় আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর। তারা সবাই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনার বাংলা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে প্রবেশ করছিল। ট্রেনটি সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকার লেভেলক্রসিংয়ে পৌঁছালে রেললাইনে উঠে পড়া একটি পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় লেভেলক্রসিংয়ের কোনো গেটম্যান এবং সিগন্যালও ছিল না।
Related News

চট্রগ্রামে রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাRead More

খাগড়াছড়িতে চবির ৫ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, উদ্ধারে অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানRead More
Comments are Closed