সিলেটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অপর সহযোগীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল ৬-এর বিচারক মো. আক্তার হোসেন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন (৪৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পূর্বপাড়া রূপসাইলের মৃত তছির আলী ওরফে বাদশা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সালেহ আহমদ।
রাষ্ট্রপক্ষে এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম ও আসামীপক্ষে অ্যাডভোকেট অশোক কুমার দেব মামলাটি পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪১ হাজার ৭০০ টাকা মূল্যের ৩১ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মাসুদ পারভেজ ভূঁইয়া বাদী হয়ে ধৃত গিয়াস উদ্দিন ও তার সহযোগী আশরাফ আহমদ ওরফে এরাপের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী এবং ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী গিয়াস উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদন্ড এবং একই আইনের ৭ এর (ক) ধারায় দোষী সাব্যস্তক্রমে তাকে আরো ২ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালত মামলার অপর আসামী আশরাফকে খালাস দেন।
Related News

বিয়ানীবাজারে ভাতিজা হত্যার দায়ে চাচীর যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে দেবরের ছেলেকে হত্যার দায়ে সুরমা বেগম (৪১) নামের এক নারীকেRead More

সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশিRead More
Comments are Closed