ঘূর্ণিঝড় মোখা, চট্রগ্রাম বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১৩ মে) সকাল ছয়টা থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৪ মে) দুপুর ১২টা পর্যন্ত সেখানে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
আবহাওয়া অধিদপ্তর ১২ মে শুক্রবার রাতে চট্টগ্রামসহ তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত জারি করার পর এই পদক্ষেপ নিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম এবং সেগুলোর কাছের দ্বীপ ও চরগুলোতে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ ছাড়া উপকূলের ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
Related News

লরির ধাক্কায় নিহত ৩ শ্রমিক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনেরRead More

টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যুRead More
Comments are Closed