বালাগঞ্জে সুমাইয়া হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জের আলোচিত বাণীগাও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়ার হত্যার দেড় মাস পেরিয়ে গেলেও আসল রহস্য উদঘাটন না হওয়ায়, বিচার নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে বালাগঞ্জ উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন এবং এলাকাবাসী।
সোমবার (৮ মে) জাস্টিস ফর সুমাইয়া ক্যাম্পেইন লন্ডন (ইউকে) এবং শহীদ সুমাইয়া সংগ্রাম পরিষদ এর যৌথ উদ্যোগে সুমাইয়া হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার ও দ্রুততম সময়ের ভিতরে বিচারের দাবীতে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, তিলকচানপুর ইসলামীয়া মোহাম্মদীয়া আলীম মাদ্রাসা, মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, বোয়ালজুড় শাহ মকসুদ শাহ মনির উদ্দিন রাঃ হাফিজিয়া দাখিল মাদ্রাসা, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়, বাণীগাও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বোয়ালজুড় মাইক্রোবাস শ্রমিক উপ কমিটি তাজপুর, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত বালাগঞ্জ উপ-পরিষদ, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর অন্তর্ভুক্ত বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি শ্রমিকবৃন্দ এবং ইলাশপুর বাজার নুরপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম শ্রেনীর ছাত্রী সুমাইয়া স্কুলে যাওয়ার পথে খুন হয়। পেকুয়া ব্রিজের আশপাশ ঝোপ-জঙ্গল থেকে এদিন বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। ২৩ মার্চ নিহতের ভাই ইসকন্দর মিয়া বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সন্দেহজনকভাবে দুইজনকে আটক করা হয়, তারা জেলহাজতে রয়েছেন।
Related News

সিলেটে বালুর ট্রাক থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: অভিনব পন্থায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সাড়ে সাত টন চিনি নেওয়াRead More

সিলেটে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানাধীন খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকা থেকে জালিজ মাহমুদ সিয়ামRead More
Comments are Closed