Main Menu

ওসমানীনগরে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় এক  বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আরাজ মিয়া (৫৬) উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের মৃত মনাফ উল্লাহর ছেলে।

শনিবার (৬ মে) রাত সাড়ে সাতটার দিকে ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কের ফকিরাবাদ সাকিনস্থ হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা একটা গাড়ীর ধাক্কায় আরাজ মিয়া নামের এক পথচারী গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে থানা পুলিশসহ শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed