দিরাইয়ে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারের পাশে বজ্রপাতে রুদ্র দাস (১২) নামে এক স্কুল ছাত্র নিহতের খবর পাওয়া গেছে। সে শ্যামারচর গ্রামের নিপেন্দ্র দাসের ছেলে ও ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় বাড়ির পাশের সুরমা নদীর ঘাটে সে বজ্রপাতের কবলে পরে নিহত হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত রুদ্র দাসে চাচা অজিত দাস জানান, বিকাল সাড়ে পাঁচ টায় আকাশ মেঘাচ্ছন্ন দেখে রুদ্র দাস মাঠে থাকা গরু বাড়িতে নিয়ে আসার জন্য বের হয়। নদীর ঘাটে যাওয়ার পর রুদ্র দাস বজ্রপাতের কবলে পরে। পাশের দোকানে থাকা কয়েকজন লোক তাকে মাঠে পড়ে থাকতে দেখে কাছে যায়। এসময় তারা দেখতে পায় রুদ্র দাসের পুরো শরীর ঝলসে গেছে। পরে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে রাত সাড়ে আটটায় রুদ্র দাসের দাহ কাজ সম্পাদন করা হয়েছে।
দিরাই থানার এস আই অরুপ বিশ্বাস বজ্রপাতে নাম নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিবারের সম্মতিতে রুদ্রকে দাহ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশী অভিযানে আরো ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।Read More
৩০০ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে আটকRead More
Comments are Closed