সিলেটে সেশেলস’র কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজ ম্যাচে বাংলাদেশকে ১-০ হারিয়েছে সেলেশস। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। বাংলাদেশ-সেশেলস দুই ম্যাচে সিরিজটা শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হলো।
ম্যাচের একমাত্র গোলটা সেশেলস পেয়েছে পেনাল্টিতে ৬০ মিনিটে। বাংলাদেশের বক্সের ওপর উড়ে আসা বল ক্লিয়ারের চেষ্টা করেন ডিফেন্ডার সাদ উদ্দিন। কিন্তু সেটা করতে গিয়ে তাঁর পা উঠে যায় সেশেলস ডিফেন্ডার ডেরিল লুইসের মাথার ওপর। বিপজ্জনক ট্যাকল। ভুটানি রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি।
পেনাল্টি কাজে লাগান সেশেলসের সেরা তারকা মাইকেল মানসিয়ানে। চেলসির হয়ে ৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই সেন্টারব্যাক বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমানকে সহজেই হারান মাথার খেলায়। মাঝখান দিয়ে আলেতো শটে বল পাঠান জালে। এই গোল উল্লাসে ভাসিয়েছে সেশেলকে।
অন্যদিকে বাংলাদেশের জন্য এটি বিব্রতকর হার। সাদ উদ্দিনের জন্য আরও বেশি। এর আগে শ্রীলঙ্কা রাজা পাকশে টুর্নামেন্টে হাত দিয়ে বল ঠেকিয়ে স্বাগতিকদের পেনাল্টি দেন সাদ। মালদ্বীপে গত সাফে নেপালের বিপক্ষেও একইভাবে তাঁর ফাউলে পেনাল্টি পেয়েছে নেপাল। পিছিয়ে থেকে শেষ সময়ে ১-১ করে ফাইনালে ওঠে নেপাল। কাল সাদ বাংলাদেশের হয়ে তৃতীয়বার পেনাল্টি দিলেন প্রতিপক্ষকে।
প্রথম ম্যাচের প্রথমার্ধের ২০-২৫ মিনিট যেমন ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর সেটা পারেনি। কখনো কখনো মনেই হয়নি বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলছে। খেলায় ছিল না তেমন পরিকল্পনার ছাপ। তবে গোলের সুযোগ তৈরি করেছে বেশ কয়েকটি। কিন্তু গোল করবেন কে!
অন্য দিকে সেশেলস খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু কাজের কাজটা ঠিকই করছে। বাংলাদেশ জাতীয় দলকে তাদেরই মাঠে হারিয়ে যাচ্ছে। সেশেলসের ফুটবলে এটা বড় সাফল্যই। ২০২১ সালে শ্রীলঙ্কায় রাজা পাকশে চার জাতি ট্রফি জেতার পর ২০২২ সালে তারা কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতেনি। অবশেষে দেখল জয়ের মুখ। কালকের বিকেলটা স্মরণীয় সেশেলসের জন্য।
Related News

সিলেটে মাসব্যাপী মেয়েদের উশু মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নগরীরRead More

সিলেটে সেশেলস’র কাছে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজ ম্যাচে বাংলাদেশকে ১-০ হারিয়েছে সেলেশস। প্রথম ম্যাচে বাংলাদেশRead More
Comments are Closed