আগামী ৭ মার্চ পবিত্র শবে বরাত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আকাশে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটি রাজধানীর বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সভা করে এ ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম।
বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত। শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৮ মার্চ (বুধবার)।
চাঁদ দেখা সাপেক্ষে ২৩ অথবা ২৪ মার্চ পবিত্র মাহে রমজান। শবেবরাত থেকে গণনায় ঠিক ১৪ অথবা ১৫ দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।
তিনি আরও বলেন, আরবি মাস ৩০ দিনের বেশি না হওয়ায় ২৩ অথবা ২৪ মার্চ রমজান মাস শুরু হবে। ঠিক কবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে মাহে রমজান।
উল্লেখ্য হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।
মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।
Related News

১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত
বৈশাখী নিউজ ডেস্ক: ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ আজ বৃহস্পতিবার দেশের আকাশে কোথাওRead More

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলেRead More
Comments are Closed