Main Menu

সিলেটে দরগাহ এলাকা থেকে নিখোঁজ সায়েমকে পাওয়া গেছে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অনেক নাটকীয়তার পর অবশেষে নিখোঁজ কিশোর সায়েম আহমদ (১৬)কে পাওয়া গেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত পৌনে এগারোটার দিকে কদমতলীতে তাকে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সায়েম আহমদের পিতা সিলেট নগরীর লোহারপাড়া কাজিটুলার বাসিন্দা সোহেল আহমদ।

তিনি জানান, গত রোববার (৯ অক্টোবর) রাত ১০টায় নগরের হযরত শাহজালাল (রহ.) এর মাজার ঘুরতে বের হয়ে তার ছেলে সায়েম আহমদ নিখোঁজ হয়। পরে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ০১৭৭০ ৯৯০৭৬০ ও ০১৮৩৮ ৩৮২৭৩৯ নম্বর থেকে ফোন করে জানান, সায়েম তাদের সঙ্গে রয়েছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে তারা কোনো ঠিকানা না দিয়ে তারা নম্বর দুটি বন্ধ করে দেন।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

তিনি আরও জানান, সোমবার রাতে আবারো একটি নাম্বার থেকে কল করে তাকে বলা হয় কদমতলী থেকে তার ছেলেকে নিয়ে আসতে। কিন্তু সারারাত খোঁজাখুজির পরও তার ছেলে সায়েমের কোন সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে মঙ্গলবার রাতে আবারো একই ভাবে কল আসলে তারা আবারো কদমতলীতে গিয়ে খোঁজাখুজি করতে করতে প্রায় ঘন্টাখানেক পর হঠাৎ সায়েমকে পান।

কিশোর সায়েম আহমদের পিতা সোহেল আহমদ ছেলেকে পেয়ে আবেগাপ্লুত হয়ে এই প্রতিবেদকের মাধ্যমে ছেলেকে খোঁজে পেতে সহযোগিতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

Share





Related News

Comments are Closed