‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা শ্যালিকা, গোলাপগঞ্জে দুলাভাই গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শ্যালিকাকে (২৮) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন আপন দুলাভাই। এতে অন্তঃসত্ত্বা হন শ্যালিকা। ঘটনাটি ধামাচাপা দিতে জোরপূর্বক শ্যালিকার গর্ভপাত করান দুলাভাই। এমন অভিযোগের পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত বোন জামাইকে।
অভিযুক্ত দুলাভাইয়ের নাম সায়েদ আহমদ (৩৫)। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে বাঘা ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাস আগে বাঘা ইউনিয়নের এক তরুণী তার দুলাভাই (বোনের স্বামী) সায়েদ আহমদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও পরবর্তীতে গর্ভপাত করানোর অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে উপ পরিদর্শক (এসআই) সমিরন চন্দ দেব ও উপ পরিদর্শক (এসআই) আহমদের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার নিজ এলাকা তাকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।’
Related News

সিলেটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবারRead More

ভ্যাট প্রদানের স্বীকৃতি পেল লাফার্জহোলসিম বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে উৎসে ভ্যাট কর্তনের জন্য স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রোববারRead More
Comments are Closed