Main Menu

ভোলায় ছাত্রদল সভাপতিকে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম পুলিশি গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বুধবার (৩ আগস্ট) বাদ আছর তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

এই বিক্ষোভ মিছিল নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ সভাপতি শিহাব খান, জুবের আহমদ, কামরান আহমদ, রেজাউল ইসলাম সুমন, এনামুল হক চৌধুরী সুহেল প্রমুখ।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ভোলায় ন্যাক্ষারজনকভাবে শান্তিপূর্ণ মিছিলে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলম কে হত্যা করা হয়। আমরা সিলেটের মাটি থেকে তীব্রতর নিন্দা জানাচ্ছি। রহিম ও নুরে আলম এর হত্যার জবাব দেওয়া হবে। আমরা আর বসে থাকবো না, যেখানে বাঁধা আসবে সেখানে জবাব দেওয়া হবে। এই রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ অপশক্তির হাত থেকে মুক্ত হবে শীঘ্রই। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed