Main Menu

ইরাকে বন্যায় ২১ জনের প্রাণহানি, আহত ১৮০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে প্রবল বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং কমপক্ষে ১৮০ জন আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সেইফ আল বদর জানান, ২১ জন নিহত হওয়া ছাড়াও এই বন্যায় ১৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

তিনি আরো জানান, প্রায় ২৫ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। তারা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, এই বন্যায় নিনেভেহ ও কিরকুক প্রদেশের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যায় বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।

0Shares

Related News

Comments are Closed