Main Menu

নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ মারা গেছেন।

দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারাবন্দি নওয়াজের ভাই ও পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরীফ কুলসুমের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি তাকে দেখতে লন্ডন গিয়েছিলেন।

২০১৪ সালের জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭ সালের আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তার। এছাড়া গত ১৪ জুন তার ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল বলে জানিয়েছে জিও টিভি।

অর্থ আত্মসাতের অভিযোগে বর্তমানে কারাবাস করছেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ।

গত জুলাইয়ের নির্বাচনকে সামনে রেখে দল ও সমর্থকদের উৎসাহ দিতে ভোটের কয়েকদিন আগে দণ্ড মাথায় নিয়েই তারা লন্ডন থেকে পাকিস্তানে এসেছিলেন। বিমানবন্দর থেকেই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

চার সন্তানের জননী কুলসুম নওয়াজ পাকিস্তান সরকারের পৃথক তিন মেয়াদে (১৯৯০-৯৩, ১৯৯৭-৯৯, ২০১৩-১৭) দেশটির ফার্স্ট লেডি ছিলেন।

১৯৫০ সালে লাহোরে একটি কাশ্মিরি পরিবারের জন্ম নেওয়া কুলসুম ১৯৭০ সালে পাকিস্তানর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরের বছরই (১৯৭১ সালে) তিনি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এছাড়া ২০১৭ সালে আদালত অযোগ্য ঘোষণা করায় নওয়াজের আসন খালি হলে তিনি সেখান থেকে উপনির্বাচন করে জয়লাভ করেছিলেন।

0Shares

Related News

Comments are Closed