Main Menu

ইতালিতে সেতু ধসে নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির জেনোয়া শহরের কাছাকাছি একটি প্রধান সড়কে সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। ধ্বংস্তুপের নিচে এখনও কয়েকটি গাড়ি আটকে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে।

এই ঘটনাকে দেশটির পরিবহনমন্ত্রী ড্যানিলো টোনিলেলি একটি বিশাল ট্র্যাজেডি হিসেবে মন্তব্য করেছেন।

এর আগে পুলিশ সূত্রে জানিয়েছিল, এই দুর্ঘনায় অন্তত ১০ জন লোক মারা গেছে। তবে স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধানের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানিয়েছে, অন্তত কয়েক ডজন লোক নিহত হয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে সেতুটি ভেঙে গেছে বলে মনে করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ভেঙে পড়া ব্রিজের ৫০ মিটার নিচে ধ্বংস্তুপের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হেলিকপ্টারযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।

১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়। সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশকিছু গাড়ি চাপা পড়ে। সূত্র: বিবিসি

0Shares

Related News

Comments are Closed