Main Menu

ইতালিতে সেতু ধসে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির জেনোয়া শহরের কাছে একটি সেতু ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ইতালির যোগাযোগমন্ত্রী ড্যানিলো টনিনেলি এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে সেতুটি ধসে পড়ে। এক অ্যাম্বুলেন্স কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ধারণা দুর্ভাগ্যজনভাবে অনেক লোক মারা গেছে।’

ইতালির টেলিভিশনগুলো জানিয়েছে, ১৯৬০ সালে এ১০ টোল সেতুটি নির্মাণ করা হয়। ২০১৬ সালে এর সংস্কার করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেতুটি যখন ধসে পড়ে তখন এর ওপর ‘আট অথবা নয়টি’ গাড়ি ছিল।

স্থানীয় জরুরি সেবা বিভাগের পোস্ট করা একটি ছবিতে সেতুর একটি অংশে একটি ট্রাক ঝুলে থাকতে দেখা গেছে।

0Shares

Related News

Comments are Closed