Main Menu

বিশ্বনাথে জাসিম শাহ’র ৩৮তম বার্ষিক উরুস সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের কাদিপুর গ্রামে মরহুম জাসিম শাহ’র ৩৮তম বার্ষিক উরুস গত বুধবার সম্পন্ন হয়েছে। উরুসে আলোচনা সভা ও বাউল-মুর্শিদী গানের আসরের আয়োজন করা হয়।
মাজারের খাদেম শানুর আহমদের সভাপতিত্বে ও সংগঠক শহিদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মকদ্দছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য প্রবাসী তজম্মুল আলী।
এসময় উপস্থিত ছিলেন- মুরব্বি গয়াছ মিয়া, বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল, আ’লীগ নেতা সায়েস্তা মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, যুবলীগ নেতা দবির মিয়া, আজাদ মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা সিজিল মিয়া, ‘লন্ডন টু সুনামগঞ্জ’ ফেসবুক পেইজের এডমিন লুৎফুর রহমান ও এন আই রিপন, সংগঠক সাইদুর রহমান, কাচা মিয়া, রফিক মিয়া, ফারুক মিয়া, তারেক আহমদ, ব্যবসায়ী ফুলকাছ মিয়া প্রমুখ।
বাউল ও মুর্শিদী গানের আসরে গান পরিবেশন করেন- কন্ঠশিল্পী নূর কাজল, তাছলিমা আক্তার, উদাসী পিংকি, পুতুল সরকার, আনোয়ার হোসেন, বিরহী আজিজ ও বিশ্বনাথ থানার কনস্টেবল শুভ রাজ।

Share





Related News

Comments are Closed