নবীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় যুবক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম । প্রকাশিতকাল : ৩:৩৮:৪১,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৭ | সংবাদটি ১০৭ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেস । আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে । জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপলার বাজার থেকে সিএনজি যোগে আউশকান্দি বাসায় ফিরছিলেন দেবপাড়া ইউনিয়নের সৈয়দুর রহমান এর ছেলে শিপন মিয়া (২৫) । পথিমধ্যে বেতাপুর ফুটবল মাঠের নিকটে পৌঁছলে তাকে বহনকারী সিএনজি হঠাৎ থেমে যায় এবং সিএনজি চালকসহ ৪জন তাকে রশি দিয়ে বেধে বেধড়ক মারধোর করে শিপনের একটি স্মার্ট ফোন, ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মাঠের পাশে ফেলে রেখে যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শিপন জানান, তারা ৪জন ছিল সবার মুখে মুখোশ পড়া ছিল। অন্ধকার থাকার কারণে কাউকে চিনতে পারিনি ।
Related News

লাখাইয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহতRead More

শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে শ্রমিক নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকায় ওয়ার্কশপের বিদ্যুৎয়িত দরজায় হাতRead More
Comments are Closed