Main Menu

শিশু-কিশোরদের মোটা হয়ে যাওয়ার হার বাড়ছে

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১১ অক্টোবর বিশ্ব স্থূলতা দিবস। চার দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু-কিশোরদের মোটা হয়ে যাওয়ার হার বেড়েছে ১০ গুণ। এ মুহূর্তে বিশ্বের ১২ কোটি ৪০ লাখ ছেলেমেয়ে খুবই মোটা।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য বেরিয়েছে।

চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত সেই গবেষণা প্রতিবেদনে ২ শতাধিক দেশের শিশু-কিশোরদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাজ্যে ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে প্রতি ১০ জনে একজন স্থূলকায়।

বিশেষজ্ঞদের মতে, মোটা হয়ে জন্ম নেওয়া শিশুদের প্রাপ্তবয়সেও একই অবস্থায় থাকার আশঙ্কা বেশি। এ ধরনের লোকজন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকে।

বিশ্ব স্থূলতা দিবসে (ওয়ার্ল্ড ওবেসিটি ডে) ল্যানসেটে তাদের বিশ্লেষণটি প্রকাশ করে। সেই বিশ্লেষণে বিশ্ব স্থূলতা ফেডারেশনের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ২০২৫ সাল থেকে স্থূলতাজনিত অসুস্থতায় ভোগা রোগীদের চিকিৎসায় প্রতিবছর খরচ হবে ৯২ হাজার কোটি পাউন্ড।

স্থূলতাবিষয়ক প্রকল্পের অন্যতম গবেষক লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক মাজিদ ইজ্জতি বলেন, ইউরোপের উচ্চ আয়ের অনেক দেশে শিশুদের স্থূলতার হার দৃশ্যত স্থিতিশীল। তবে বিশ্বের অন্য প্রান্তে সেটি আশঙ্কাজনক হারে বাড়ছে। সূত্র: বিবিসি

Share





Related News

Comments are Closed