শ্রীমঙ্গলে শিশু আব্দুল মিয়া হত্যায় ১জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম । প্রকাশিতকাল : ৫:৫০:০৮,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৭ | সংবাদটি ৮০ বার পঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুল আলোচিত শিশু আব্দুল মিয়া (৯) হত্যা মামলার একমাত্র আসামী আব্দুল মালেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাস কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ জানান, ২০১৩ সালের ২৪শে অক্টোবর শ্রীমঙ্গল উপজেলাধীন মধ্য লইয়ারকুল গ্রামের আকবর আলীর শিশু পুত্র আব্দুল মিয়া কে (৯) জাম্বুরা ও জলপাই চুরির অপবাদ দিয়ে একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে আব্দুল মালেক গলায় ধারালো অন্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা শরিফা বেগম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ ১৭জন স্বাক্ষী আদালতে উপস্থাপন করেন। দীর্ঘ শুনানীর পর গতকাল মঙ্গলবার ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় মামলার একমাত্র আসামী আব্দুল মালেককে যাবৎজীবন স্বশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়।
আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা ন্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবো।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী শরিফা বেগম জানান, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমি খুশী।
Related News

ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তার ৬৮ বছর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ঋণ জালিয়াতির পৃথক ৪ মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৬৮ বছরRead More

দক্ষিন সুরমায় জোড়া খুন মামলায় ৪৯ আসামী কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার বরইকান্দিতে শ্রমিক লীগ ও যুবলীগ নেতা হত্যা মামলায়Read More
Comments are Closed