বালুচিস্তানে মাজারে আত্মঘাতী হামলা, নিহত ১৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম । প্রকাশিতকাল : ১২:৪৭:৫৯,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৭ | সংবাদটি ৯৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে শিয়াদের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বালুচিস্তানের ঝাল মাগসি জেলার কেন্দ্রস্থলে এ হামলার ঘটনা ঘটে। নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: আলজাজিরার।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বলেন, ‘শিয়া মাজারের ফটকে আটকে দেওয়া হলে ওই ব্যক্তি আত্মঘাতী হামলা করেন।’
তিনি বলেন, ‘ওই ব্যক্তি ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। টের পেয়ে পুলিশ গুলি করতে করতে তার দিকে কিছুটা এগোনোর পরই তিনি বিস্ফোরণ ঘটান।’
ঝাল মাগসির ডিএইচকিউ হাসপাতালের সুপারিনটেন্ট ডা. রুখসানা জানান, তিনি ১৮টি মরদেহ এবং আহত ২৫ জনকে হাসপাতালে পেয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, এখনও আহতরা হাসপাতালে আসছেন। এদের অনেকেরই হাত উড়ে গেছে। মাথা গুরুতর জখম হয়েছে।
লাশগুলোকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. রুখসানা।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ২০০৭ সাল থেকে বালুচিস্তানে পাকিস্তান সশস্ত্র গোষ্ঠী তেহেরিক-ই তালেবানের বিরুদ্ধে লড়াই করছে।
কিন্তু, বিগত তিন বছর এই অঞ্চলে সংঘাত ও হামলা ব্যাপকহারে বেড়ে গেছে। এর সঙ্গে গত বছর সেখানে আইএস তৎপরতা বাড়ালে নভেম্বরে এক আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হন।
পরে বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস।
Related News

দুর্ঘটনার পর আবারো সচল ত্রিভুবন
আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনার পর আবারো সচল হলো নেপালের ত্রিভুবন বিমানবন্দর। বৃহস্পতিবার (১৯এপ্রিল) রাতে মালয়েশিয়াগামী মালিন্দRead More

সৌদি আরবে পুলিশ চেকপয়েন্টে হামলা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি পুলিশ চেকপয়েন্টে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যRead More
Comments are Closed